রাঙ্গামাটি জেলা সদর হতে সুবলং ইউনিয়নেকোন সড়ক যোগাযোগ নেই। কাপ্তাই বাঁধ প্রতিষ্ঠার পূর্বে কর্ণফুলী নদীর আঁকাবাঁকা পথ পেরিয়ে নদী পথই ছিল একমাত্র যোগাযোগ মাধ্যম। কাপ্তাই বাঁধ তৈরীর ফলে জল পথের এই যোগাযোগ আরো সুগম হয়েছে। স্থানীয় জনগণ লঞ্চ, ইঞ্জিন চালিত বোট ও নৌকায় চলাচল করে।
বর্তমানে জুড়াছড়ি হতে সুবলং পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণের কাজ চলছে। এ রাস্তা হলে জুড়াছড়ি উপজেলার সাথে সুবলং ইউনিয়নের নদীর অপর পাড়া হতে সড়ক যোগাযোগ চালু হবে।
এছাড়া সুবলং ইউনিয়নেএখনো পর্যন্ত বিদ্যুৎসরবরাহ না থাকায় স্থানীয় ভাবে জেনারেটর ও সৌর বিদ্যুৎব্যবহার করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস