Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

অদ্য ২৪/০১/২০১৩ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার সময় সুবলং ইউনিয়ন এর আওতায় সকল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ও হেডম্যানদের নিয়ে P,S,C ও J,S,C পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মেধা তালিকা নির্ধারণ ও শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্ধারণ কল্পে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়াম্যান বাবু-তরুন জ্যোতি চাকমা।

     আলোচ্যসূচী-

১। J,S,C ও P,S,C পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মেধা তালিকা নির্ধারণ।

২। শ্রেষ্ঠ শিক্ষক নিধার্রণ।

৩। শ্রেষ্ঠ বিদ্যাললয় নির্ধারণ।

৪। বিবিধ।

     উপরে বর্ণিত আলোচ্যসূচীর মোতাবেক সভাপতি মহোদয় সকলের উপস্থিতে সভা শুরু করেন। সভা শুরুতেই তিনি উপস্থিত সকল প্রধান শিক্ষকগণকে সাধুবাদ জানিয়ে সদ্য সমাপ্ত J,S,C ও P,S,C পরীক্ষায় সফলতার জন্য শিক্ষকগণকে অভিনন্দন জানান। আগামীতে আরো ভালো ফল উপহার দেওয়ার জন্য প্রত্যাশা করেন। শিক্ষার মান উন্নয়ন ও এলাকা শৃংখলা স্থাপন এর ক্ষেত্রে শিক্ষকদের অপরীসিম ভূমিকার প্রশংসা করেন। আলোচলান্তে উপস্থিত সকর শিক্ষকদের মতামতের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ স্কুল শ্রেষ্ঠ S,M,C নির্ধারণ করা হয়। এবং উচ্চ বিদ্যালয় এর ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করে স্কুল শিক্ষক S,M,C নির্ধারণ করা হয়। এবং G,P,A-5(P,S,C) প্রাপ্তদের ১,০০০/- টাকা উচ্চ বিদ্যালয় এর ক্ষেত্রে ভাল এবং মেধাবী ছাত্র ছাত্রীদের ৯-১০ পযন্ত পরিষদ হতে বেতন মূল্যে চালিয়ে নেওয়ার সিন্ধান্ত হয়। এতে উপস্থিত সকল শিক্ষকগণ সন্তোষ প্রকাশ করেন। এবং এ ধারা আগামীতে অব্যাহত করার জন্য সকল প্রধান শিক্ষকগণ চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করেন। পরিশেষে আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে সাধুবাদ ও উজ্জল ভবিষ্যৎ কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

 

১। শ্রেষ্ঠ স্কুল- শুকরছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

২। শ্রেষ্ঠ S,M,C-

৩। শ্রেষ্ঠ স্কুল (হাই স্কুল)- বরুণাছড়ি জোন।

৪। শ্রেষ্ঠ স্কুল S,M,C-

৫। শ্রেষ্ঠ শিক্ষক অমল চাকমা, প্রধান শিক্ষক ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

৬। শ্রেষ্ঠ শিক্ষক উতংগ মনি চাকমা, সুবলং উচ্চ বিদ্যালয়।

৭। G,P,A-5 ৪জন।